পটুয়াখালী সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে বদরপুর ইউনিয়নের মৌকর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— বরকত উল্লাহ (৩৫), পিতা কুদ্দুস তালুকদার; দেলোয়ার খলিফা (৩৫), পিতা ইউনুস খলিফা; এবং নজরুল সিকদার (৪৫), পিতা মৃত জালাল সিকদার।

অভিযানের সময় বরকত উল্লাহর ঘর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি ইমতিয়াজ আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।