চুয়াডাঙ্গায় জেলার ১১৩টি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বড়বাজারের শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির চত্বরে এই পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা।

বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্যাম সুন্দর আগরওয়ালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় এবারের দুর্গাপূজা উদযাপনকালে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে ভবিষ্যতে আরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করা হয় এবং সদ্য প্রয়াত গিরিধারী লাল মোদী ও গোবিন্দ চন্দ্র বিশ্বাসসহ প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্র নাথ দোবে (বাবুলাল), পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা, সদস্য সচিব উত্তম রঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় সহসভাপতি স্বাধীন অধিকারী, এবং জেলার সদস্য সচিব যোগেন্দ্রনাথ দোবে হিরালাল দোবে প্রমুখ।

বক্তারা বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বাংলাদেশের সংস্কৃতির মূলভিত্তি। মন্দির কেবল পূজা-অর্চনার স্থান নয়, এটি সমাজে মানবিকতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।”
তারা প্রতিটি মন্দিরে স্বচ্ছতা, নিরাপত্তা ও আত্মনির্ভরতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি রোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার চারটি উপজেলার ১১৩টি মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পুনর্মিলনীর সার্বিক সমন্বয়ে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটি ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।