জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে পটুয়াখালীতে শুরু হয়েছে তরুণভিত্তিক পরিবেশ সচেতনতা উদ্যোগ ‘গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫’। বৃহস্পতিবার সকাল ১১টায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)-এর আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহযোগিতায় আয়োজিত এই অলিম্পিয়াডে প্রাথমিকভাবে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। উদ্বোধনী পর্বে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহেল রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু।

সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, “পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জলবায়ু নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখবে। এই অলিম্পিয়াড নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শক্তি বিষয়ে তরুণদের জ্ঞান, যুক্তি ও উদ্ভাবনী চিন্তাকে জাগিয়ে তুলবে।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫’ তরুণদের মধ্যে পরিবেশবান্ধব জীবনধারার প্রতি সচেতনতা ও অনুপ্রেরণা জাগিয়ে তুলবে।

ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, “‘জাগো তরুণ, বদলাও দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা তরুণদের হাতে একটি টেকসই ভবিষ্যতের স্বপ্ন তুলে দিচ্ছি। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং সামাজিক পরিবর্তনের একটি আন্দোলন।”

উল্লেখ্য, ধাপে ধাপে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ‘গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত হবে।