বরিশালের হিজলা উপজেলার কাজীরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক কলেজছাত্রী আহত হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে কলেজছাত্রীর মামার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রী লাবনী আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের মামা কবির হাওলাদার জানান, দুপুরে নিজ বাড়িতে গাছের লাকড়ি কাটতে গেলে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, ওমর ও সহিদ খান দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তার মা ও ভাগ্নি লাবনী আক্তারকে মারধর করে মাথায় গুরুতর আঘাত করে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রতিপক্ষরা জোরপূর্বক তাদের জমি দখল করে ভোগ করে আসছে।

কাজীরহাট থানার তদন্ত কর্মকর্তা দিপঙ্কর রায় বলেন, “দুপুরে রক্তাক্ত অবস্থায় আহতদের থানায় আনা হলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”