কক্সবাজার থেকে জামালপুরে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী–স্ত্রী মাদক কারবারীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
আটক করা হয়েছে আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগমকে। পুলিশ মাদক পরিবহন কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করেছে। তাদের বাড়ি সদর উপজেলার ডিগ্রিরচর পশিচম পাড়ায়।
শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদে ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে বাইপাস দড়িপাড়া এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।