চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বুদ্ধিমান পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন বাবুল হোসেন (৫৫) এবং তাঁর স্ত্রী শিপরা খাতুন (৬৫)। তাঁরা ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও পুত্রবধূ।
অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি দল, যার সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশও অংশ নেয়।
অভিযানকালে তাঁদের বসতবাড়ি থেকে ১,৭০৮টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা এবং ৭টি মোবাইল ফোন (২টি অ্যান্ড্রয়েড ও ৫টি বাটন ফোন) উদ্ধার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে আটক দুইজনকে উদ্ধার করা মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান মাদক নির্মূলে চলমান কার্যক্রমের অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।