চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় অবৈধ স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছেন।
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের ওজন ১৪০.৫৩ গ্রাম এবং তার ব্যবহৃত কালো রঙের টিভিএস মেট্রো ১১০ সিসি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকরা মালামালের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা। আটক ব্যক্তির নাম হাসেম বিশ্বাস (৪৮), মুন্সীপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, বৃহস্পতিবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি একটি সশস্ত্র টহল দল সীমান্ত এলাকা এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করা হয়। তল্লাশীর সময় লুঙ্গির কোচরে লুকানো অবস্থায় স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এই ঘটনায় সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিকে এবং জব্দকরা মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকরা স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।