খুলনার বসুপাড়ায় এক পিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তারই ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাছ ব্যবসায়ীর নাম লিটন খান।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে লিটনের স্ত্রী অফিসে গেলে ঘরে ছিলেন ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী। রাত ১১টার দিকে বাড়ি ফিরে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখেন লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে স্বামীর নিথর দেহ দেখতে পান। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল, গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া যায়। পাশে রক্তমাখা একটি বটি পড়ে থাকতে দেখা যায়।

সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনার পর থেকে নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক। চারদিন আগে তারা ঢাকায় থেকে খুলনায় এসেছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।