খুলনা মহানগরীর সদর থানাধীন ১নং কাস্টমঘাট এলাকায় ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান মুন্সী ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার পিতা মৃত বাবুল সরকার, বাড়ি খুলনা সদর উপজেলার মুন্সিপাড়া এলাকায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক সংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।