কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

মরদেহটি সোমবার দুপুরে কাঁঠালতলা এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রথমে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মরদেহটি হাইওয়ে থানার সীমানায় থাকায় পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অজ্ঞাত নারীটি কিছুদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল, তবে কেউ তাকে চেনেনি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামিম আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে। তবে পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।