খুলনার কয়রা উপজেলায় নৌবাহিনীর অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে কয়রা উপজেলার ৫ ও ৬ নম্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে কয়রার বাসিন্দা মো. সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাংস ও আসামিকে আইনগত ব্যবস্থার জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়। অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।

নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।