কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার ইয়াসমিন আক্তারের মালিকানাধীন ৯৪ শতক আয়তনের একটি পুকুর দখল ও মাছ লুটের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় মেম্বারের স্বামী মো. ফিরোজ আহমেদ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে স্থানীয় মিরপুর এলাকার মো. সোহেল, মনির হোসেন (মনু মিয়া), মো. জাকির হোসেন (৫০), মো. সফিক মিয়া (৫৫), রুহুল আমিন (৪৫) এবং রুপ মিয়ার ছেলে মো. সোহেলসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী ফিরোজ আহমেদ জানান, তাদের মালিকানাধীন পুকুরে তারা নিয়মিত মাছ চাষ করেন। তবে অভিযুক্তরা গত ৬ আগস্ট পুকুরটি দখলের চেষ্টা করে এবং একাধিকবার জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে দুর্বৃত্তরা পুকুরের বাঁশ তুলে নিয়ে যায় এবং রাতে মাছ লুটের হুমকি দেয়। এর আগে একাধিকবার তারা মাছের মধ্যে বিষ প্রয়োগের হুমকি দিয়েছিল বলেও অভিযোগ করেন ফিরোজ আহমেদ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি তিনি বিষয়টি নিয়ে বেশি বলেন, তাহলে দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারকে ক্ষতি করতে পারে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”