পটুয়াখালী জেলায় বর্ণিল সাজে, আলোকসজ্জা ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রবারণা উৎসব। সোমবার (৬ অক্টোবর) রাত আটটায় কলাপাড়ার নতুনপাড়া বৌদ্ধবিহারে ফানুস উড়িয়ে শেষ হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।

কুয়াকাটার রাখাইনপাড়া, মহিপুরের কালাচানপাড়া, অমখোলাপাড়া, মিস্রিপাড়া ও নয়াপাড়াসহ জুড়ে থাকা জেলার ৩১টি রাখাইন পল্লীতে শত শত ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি উদযাপন করা হয়।

উৎসবকে ঘিরে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস। গৌতম বুদ্ধকে স্মরণ করে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করা হয়, আর প্রতিটি বৌদ্ধবিহার ঝলমল করে উঠে নান্দনিক আলোকসজ্জায়।

উৎসবে অংশ নেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে উৎসবের পরের দিন থেকেই শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কঠিন চীবর দান অনুষ্ঠান।