কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা, যা দর্শকের ঢলে মুখরিত হয়ে ওঠে।

গতকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দেখা যায় ‘অষ্টগ্রাম ফ্রেন্ডস ফর এভার’ এবং ‘মাইজখলা ফুটবল একাদশ’ মুখোমুখি। শিরোপা নির্ধারণী খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা দিলশাদ জাহান।

খেলার ফলাফলে মাইজখলা ফুটবল একাদশ ৩-০ গোলে জয়ী হয়। বিজয়ী দলকে ট্রফি এবং অন্য খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলাটি আয়োজন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম শহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আহাদ,

  • অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন,

  • নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,

  • অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল,

  • দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম,

  • স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া,

  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজতাবা রাজীব খান,

  • স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন,

  • এবং তাতীদলের সভাপতি আবু সুফিয়ান।

স্টেডিয়াম উচ্ছ্বাসময় পরিবেশে উৎসবমুখর হয়ে ওঠে এবং স্থানীয় মানুষদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়।