বরিশালের হিজলা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস ও স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও ব্র্যাক আইনি সহায়তা কর্মসূচির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষার আলোয় আলোকিত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহারিয়ার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ ইয়াসিন ওয়াহিদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মকর্তা লিপি ঘরামী এবং উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক অবস্থান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সের নারী, স্কুলছাত্রী, অভিভাবক ও শিশুকন্যারা অংশগ্রহণ করেন।