বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আবারও এক ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ‘এফবি এনি’ নামের ট্রলারটি আটক করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, আটক ট্রলারটি বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে মাছ শিকার করছিল। নৌবাহিনীর টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে ট্রলারটি জব্দ করেন এবং ৯ ভারতীয় জেলেকে আটক করেন। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি বাগেরহাটের মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয় এবং জেলেদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মাছ ও ট্রলারের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সমুদ্রসীমা লঙ্ঘন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর শুক্রবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আনিসুর রহমান।

এর আগে গত ১৭ অক্টোবর ১টি, জুলাইয়ে ২টি এবং আগস্টে ১টি ভারতীয় ফিশিং ট্রলার একই অভিযোগে আটক করেছিল নৌবাহিনী।