কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে রাঙামাটির বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অবতরণ ঘাটসহ জরুরি স্থাপনাগুলো দ্রুত উন্নত ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় রাঙামাটির বিএফডিসি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন,

“বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে কাপ্তাই হ্রদের মৎস্য সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ। এগুলো দ্রুত আধুনিকায়ন ও মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন,

“স্থাপনাগুলো আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে। সরকার সে লক্ষ্যেই কাজ করছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহা শাম্মী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, জেলা বিএফডিসি ব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ আল করিমসহ বিএফডিসির অন্যান্য কর্মকর্তারা।

বিকেলে উপদেষ্টা কাপ্তাই হ্রদের বিভিন্ন উপকেন্দ্র, অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করবেন বলে জানা গেছে।