ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নুর উস সাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাধারণ সম্পাদক ডা. এস.কে. নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েল, ড্যাবের সাবেক সভাপতি ডা. আজহারুল ইসলাম ও ডা. এরশাদ আহসান সোহেল।

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক স্বাস্থ্য বার্তাসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।