“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মুক্তাগাছা পৌরসভার আয়োজনে এবং এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক আতিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদেক মিয়া।
বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস জীবাণু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে, যা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষার অন্যতম মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে আর.কে. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির হাতে-কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করে।
কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।