পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় মরণব্যাধি জলাতঙ্ক প্রতিরোধে মালিকবিহীন (বেওয়ারিশ) কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এবং কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন এলাকায় মালিকবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধ টিকা প্রদান করা হয়।