টাইফয়েড টিকাদানে দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ বিভাগ। এ অঞ্চলে ইতোমধ্যে টিকা গ্রহণের হার ৯৫ শতাংশেরও বেশি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ উল আলম। তিনি বলেন, “খুব শিগগিরই এ হার শতভাগে পৌঁছাবে।”

আজ (রবিবার) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫’ শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

টাইফয়েড টিকাদানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মী ও পেশাজীবীদের সম্পৃক্ত করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার এবং সঞ্চালনা করেন জেলা তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলতাফ হোসাইন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, ইউনিসেফের প্রধান মাঠ কর্মকর্তা ওমর ফারুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. নুসরাত আজরীন মহসিন।

এ সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, জেলা তথ্য অফিস ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৮০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।