“বিশ্ব অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশান” প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের অকুপেশনাল থেরাপি বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়।
এরপর কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার। সহকারী অধ্যাপক ও কলেজ কোঅর্ডিনেটর ডা. এম এ কুদ্দুস জাহিদ সভার সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড অফ ফিনান্স ও একাউন্ট দিদার হোসেন, সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম রাজীব এবং অকুপেশনাল থেরাপি বিভাগের ইনচার্জ ডা. সাদিয়া তাসনিম দিয়া প্রমুখ।
উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা অকুপেশনাল থেরাপির গুরুত্ব, বর্তমান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও থেরাপির মাধ্যমে জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা অর্জন করেন।