সিলেট: শিশুদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রবিবার সকালে ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেন, “শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই যে কোনো মূল্যে এই টিকাদান কর্মসূচি সফল করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তারা সবাই শিশুদের নিরাপদ রাখার জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

সিলেট বিভাগে প্রায় ৩০ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে সিলেট জেলায় ৮ লাখ ৫৩ হাজার ৯৮০ শিশুকে টিকা দেওয়া হবে, আর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাস্থ্যকর্মীরা কয়েকজন শিশুকে টিকা প্রদান করে কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনকারী বক্তারা বলেন, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করে সকল শিশুকে টিকা দিতে হবে।