দিনাজপুরে “পরিকল্পিত নগর উন্নয়ন ও সুষ্ঠু বসতি ব্যবস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, যিনি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করেন। উদ্বোধনের পর একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভার সঙ্গে মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল এবং দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার। তারা নগর উন্নয়ন, পরিকল্পিত বসতি ও নাগরিক সেবার গুরুত্ব তুলে ধরেন।
দিবসটির মাধ্যমে শহরের বসতি ব্যবস্থার পরিকল্পনা, উন্নয়ন ও সমস্যার সমাধান নিয়ে সচেতনতা বাড়ানো হলো।