পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক রোববার (১৯ অক্টোবর) বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী।
পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব), নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান ও সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা।
সচিব উপজেলা পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে তাঁকে পুস্পমাল্য দিয়ে স্বাগত জানানো হয়। তিনি কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এছাড়াও নীলাদ্রি রিসোর্ট, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনের অংশ হিসেবে কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ত্রিপক্ষীয় সভায় মিলিত হন। বিকেলে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম ফকির, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, থানার এস আই মোঃ আব্দুর রব, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), অভিভাবক তপন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারী।