রাঙ্গামাটির বগাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বগাছড়ি এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে সকল চলাচলরত যানবাহন তল্লাশি করে। ওই সময়ে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে এগোতে দেখা গেলে সেনাদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ১৫০ মিটার দূরে থামিয়ে পালানোর চেষ্টা করে। দ্রুত সেনারা এগিয়ে গিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়, আটককৃতরা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও সহযোগী লেলিন চাকমা। তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন এবং ২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।