রাঙ্গামাটিতে এবার ১,৫৪,৭৪৯ জন শিশুকে টাইফয়েড টিকাদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এর মধ্যে জেলার ১০টি উপজেলায় ইতোমধ্যে প্রায় ৮৬,১৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

ডা. নূয়েন খীসা জানান, আগামী ১২ অক্টোবর জেলার ১,২৪৯টি স্কুলের ১,২২২টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হবে। প্রেস কনফারেন্সে তিনি আরও বলেন, এই টিকাদান কার্যক্রমের আওতায় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু টিকা গ্রহণ করতে পারবেন।

সভায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা টাইফয়েড টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রেজেন্টেশন দেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের ডা. প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক।

ডা. নূয়েন খীসা উল্লেখ করেন, যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, তারা জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে তালিকাভুক্ত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন।