সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলাতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি চালানো হচ্ছে।

রোববার (১২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন। জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ বেবি ত্রিপুরা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা প্রমুখ।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর এক লাখ ৫৪ হাজার ৭৪৯ শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। এর মধ্যে ৪৯টি ইউনিয়নের ১,২২২টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ১১ হাজার ৯৪১টি বিদ্যালয় এবং ৪২ হাজার ৮০৩টি এলাকায় বিদ্যালয়ে অধ্যয়নরত নয় এমন শিশুদেরও টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইনটি ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।