মা ইলিশ সংরক্ষণ ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে বাগেরহাটের মোংলার পশুর নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ টহল কার্যক্রমে নদী ও আশপাশের এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান” সফল করতে এই সময় নদী ও উপকূলে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, বিধিনিষেধ কার্যকর রাখতে নদী ও সমুদ্র উপকূলে দিনরাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশের ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করতে না পারে, সে বিষয়ে কোস্টগার্ডের জাহাজগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় তিনি সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান এবং জানান, নিষেধাজ্ঞার সময় বেকার হয়ে পড়া জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এ সহায়তা বিতরণ শুরু করবে মৎস্য অধিদপ্তর।