‘সংগ্রামের পথ পেরিয়ে যারা আরো হয়ে জ্বলে—সম্মান আজ তাদের তরে’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন তরুণীকে সফল নারী সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানটি মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে শম্ভুগঞ্জের রঘুরামপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি সংস্থা সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট (সারা) ও ডিয়াকোনিয়া বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তুষার দাড়িং। এতে বক্তব্য রাখেন—

  • ময়মনসিংহ সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদ,

  • লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা,

  • এবং অন্যান্য সমাজসেবী ও অতিথিবৃন্দ।

পরবর্তীতে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা সামাজিক উন্নয়ন, সমাজসেবা ও বাইসাইকেল রাইডিংয়ে অবদান রাখা ৬ তরুণীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।