সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহকালে টেলিভিশন সাংবাদিক হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পরভেজ‑এর ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের খবর পৌঁছে দেওয়ার পবিত্র কাজ করছেন; তাদের উপর হামলা গণমাধ্যম ও গণতন্ত্রে আঘাত স্বরূপ। যেই দলের লোকই হোন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ শান্ত থাকবে না—এমন সতর্ক বার্তাও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন—
-
সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন,
-
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী,
-
ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
-
সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা,
-
ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল,
-
নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ,
-
ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা আরও জানান, যদি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হয় এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে।