ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে শিক্ষিত তরুণ কৃষকদের জন্য কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও পণ্য রপ্তানি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা’র মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।
প্রধান পরিচালকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহা. গোলজারুল আজিজ, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লুৎফর রহমান মোল্লা, এবং প্রকল্প পরিচালক ড. মাহাবুবুল আলম তরফদার।
কর্মশালায় বিনার অন্যান্য পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অঞ্চলের ১০০ জন তরুণ কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উদ্বোধনী ও কারিগরি সেশনের মাধ্যমে কৃষকদের কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।