আন্তর্জাতিক মানের লাগসই গবেষণার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ডাটাবেজে স্থান পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।
সিকৃবি’র শিক্ষক ও গবেষকদের পরিচালিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে সম্পন্ন গবেষণার ফলাফল নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে **‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’**সহ বিভিন্ন উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে। এই ধারাবাহিক গবেষণা সাফল্যের স্বীকৃতি হিসেবে সিকৃবি’র সাময়িকীটি জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিস্টেম ফর অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AGRIS) ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
FAO-এর এই বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিকৃবি’র জার্নালকে তার আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো এখন বিশ্বব্যাপী দৃশ্যমানতা, প্রাতিষ্ঠানিক আস্থা এবং বাংলাদেশের কৃষি বিজ্ঞানে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
এ ডাটাবেজে সিকৃবি’র জন্য একটি ইউনিক আইডি ‘BDO’ প্রদান করা হয়েছে।
এই অর্জন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন,
“সিকৃবি’র জার্নাল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এটি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাংকিং উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, সাময়িকীটি ইতোমধ্যে DOI ইনডেক্সিং ও বাংলাজল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি তিনি অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’ ২০১৪ সাল থেকে সিকৃবি রিসার্চ সিস্টেম (SAURES)-এর তত্ত্বাবধানে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।