গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

পরিদর্শনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্যাম্পাস পরিদর্শনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, কাপ্তাই হ্রদ কেন্দ্রিক মৎস্য উন্নয়ন, বিপণন ও গবেষণা মাধ্যমে এ অঞ্চলের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়কে এই সেক্টরে এগিয়ে আসার আহবান জানান।

মতবিনিময় সভা শেষে তিনি জুলাই’২৪ গণ-অভ্যুত্থানের প্রতীক বিজয় স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন এবং ক্যাম্পাসে চলমান অবকাঠামোগত নির্মাণকাজ ঘুরে দেখেন। উপদেষ্টা ক্যাম্পাসের নান্দনিক প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং নির্দেশ দেন, নির্মাণকাজ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে সম্পন্ন করতে হবে।