তরুণ স্বেচ্ছাসেবীদের নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে পঞ্চগড়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার পাঁচ উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে নেতৃত্ব বিকাশ, দলগত কাজের দক্ষতা ও সমাজসেবায় কার্যকর ভূমিকা পালনের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকারসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

আয়োজকরা বলেন, সমাজের উন্নয়ন ও মানবিক সেবায় স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে তারা আরও বড় পরিসরে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।