রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শ্রেণি প্রতিনিধিদের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন, স্থান সংকুলান, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার স্থান, যানবাহনের ট্রিপ সংখ্যা বৃদ্ধি, তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি শিক্ষা সফর ও ব্যবহারিক ক্লাসের সুযোগ বাড়ানোসহ বিভিন্ন দাবি ও পরামর্শ উপস্থাপন করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন,

“শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা দাবি যে কেউ সরাসরি আমার সাথে বা আজকের সভায় গঠিত শ্রেণি প্রতিনিধি ফোরামের মাধ্যমে জানাতে পারবে।”

তিনি জানান, ক্যান্টিনের মানোন্নয়নে ইতোমধ্যে কমিটি কাজ করছে। নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও চলমান। বিদ্যুৎ সমস্যার সমাধানে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে নতুন সংযোগের প্রক্রিয়া এগিয়ে চলছে।

ভিসি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সকাল ও বিকালের ট্রিপ সংখ্যা বাড়ানো হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত তিনটি মিনিবাস ও একটি অ্যাম্বুলেন্স আগামী বছরের মার্চের মধ্যে পাওয়া যাবে। লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় ল্যাবরুম সম্প্রসারণ কাজও চলছে।

সভায় বিভিন্ন ব্যাচের ৩৮ জন শ্রেণি প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, প্রক্টর সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর জি এম সেলিম আহমেদ ও মোহাম্মদ এজাজুল ইসলাম।