বিভাগীয় জেলা ময়মনসিংহে রবিবার (১২ অক্টোবর) সকালে টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর গভ. ল্যাবরেটরী হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের মাসব্যাপী বিনামূল্যে টিকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ছাইফুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ১০ দিন স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে।