ময়মনসিংহে জেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় ১৩ লাখ ৪৫ হাজার ৯৩৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, শিশু ও কিশোরদের টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা করতে এই ক্যাম্পেইন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, একটি নিরাপদ ও সুস্থ প্রজন্ম গঠনের ক্ষেত্রে এ উদ্যোগ বিশেষ সহায়ক হবে।

জেলায় ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে কার্যক্রম পরিচালিত হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীরা টিকাদান কর্মসূচির আওতায় থাকবেন।