‘আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ময়মনসিংহে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।
আজ (বুধবার) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরের মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা। এছাড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান এবং জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলামও কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।