মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলীর আদেশ প্রত্যাহারের
দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী : 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুল ইসলাম সোহেল ও মেডিকেল অফিসার ডাঃ মু. উমর ফারুক জাবির এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচী করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার "মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ" এর ব্যানারে বরিশাল - বাকেরগঞ্জ - বরগুনা মহাসড়কের সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে ডাক্তারদ্বয়কে পূর্নবহালের দাবীতে বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।