বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলা বাসস্ট্যান্ডস্থ শহীদ বাকি বিল্লাহ পাঠাগার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এবং পরবর্তীতে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পি আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।