কুমিল্লায় বিভাগ বাস্তবায়নের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নগরীর পূবালী চত্বরে আয়োজিত সমাবেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা জানান, বিভাগীয় কার্যক্রম পরিচালনার সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার কুমিল্লা বিভাগের বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে। তারা সতর্ক করে বলেন, এবার বিভাগ বাস্তবায়ন না হলে আরও বড় পরিসরে কর্মসূচি নেয়া হবে।

এ সময় অংশগ্রহণকারীরা অচিরেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানান।