বান্দরবানে ১ লাখ ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশু অনলাইনে টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এসব তথ্য জানান।
তিনি আরও বলেন,
“৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। জেলায় ৩৮৪টি টিকাদান কেন্দ্র রয়েছে, যেখান থেকে প্রতিটি শিশুই টিকা নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে না পারলেও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে।”
কর্মশালার সভাপতিত্ব করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন—
-
বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন,
-
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,
-
সাধারণ সম্পাদক এন এ জাকির,
-
গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন,
-
এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিভিল সার্জন অফিস জানায়, দেশব্যাপী ইপিআই কর্মসূচীর আওতায় বান্দরবানে টাইফয়েড টিকাদান ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে—
-
১২ থেকে ৩০ অক্টোবর: শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্র,
-
১ থেকে ১৩ নভেম্বর: গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোতে কার্যক্রম পরিচালিত হবে।