টাইফয়েড জ্বরে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ফরিদপুরে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে মাসব্যাপী টিকাদান কর্মসূচি, যার আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ফরিদপুরের ৯টি উপজেলায় মোট ৫ লাখ ২৭ হাজার ৯শ’ ৮৮ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য ধরা হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সিভিল সার্জন মাহমুদুল হাসান ও ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান আনোয়ার হোসেন সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ৮ হাজার মৃত্যু হয়েছে এবং ৬৮% শিশু।

টাইফয়েড হলো “স্যালমোনেলা টাইফি” ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ। এটি মূলত খাবার বা পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে শারীরিক জটিলতা বা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ওষুধ প্রতিরোধী টাইফয়েডের প্রকোপ বাড়ায়, তাই টিকাদান অপরিহার্য।

লক্ষণসমূহ: উচ্চ জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা, কাঁপুনি, ক্ষুধামন্দা, পেট ব্যথা, বমি ভাব, র‍্যাশ ইত্যাদি।

কখন টিকা দেওয়া যাবে না: জ্বর ১০০°ফারেনহাইটের বেশি হলে, পূর্বে টিকার এলার্জি থাকলে, অসুস্থ হলে, গর্ভবতী বা দুগ্ধদানকারী মা হলে।

টিকা গ্রহনের জন্য https://vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মনিবন্ধন সনদের ১৭ সংখ্যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ১৫ বছরের বেশি শিক্ষার্থী বা যাদের ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নেই, তারা সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী/টিকাদানকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।