প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই—সব বাধা ও অনিশ্চয়তা কেটে গেছে। সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পূর্বের নির্বাচনগুলো ছিল ভুয়া বা ‘ফেইক’ নির্বাচন। কিন্তু এবার অনুষ্ঠিত হবে একটি ফ্রি ও ফেয়ার (স্বচ্ছ ও সুষ্ঠু) নির্বাচন। জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও বলেন, “ইসরাইলে বন্দি বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম বর্তমানে ইসরাইল থেকে তুরস্কের বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন।”

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।