পিরোজপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের উদ্যোগে এবং আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে শহরের সিও অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে স্থানীয় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।”

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবার কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে সহায়তা ও শিক্ষা খাতে অবদান রাখাসহ নানা মানবিক কার্যক্রম আমরা করে থাকি। এটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান।”

তিনি আরও জানান, তার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ২০০ জন রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।