টাইফয়েডের ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা দিতে ধামরাইয়ে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচি আগামী কয়েক সপ্তাহ ধরে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল ও মাদ্রাসায় অস্থায়ী টিকাদান কেন্দ্রে পরিচালিত হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল ভ্যাকসিন প্রদান করা হবে।

ডা. মঞ্জুর আল মোর্শেদ বলেন, “রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা আশাবাদী, উপজেলার সকল eligible শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে সক্ষম হব। স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ সকলের সহযোগিতায় আমরা চাই কোনো শিশুও এই ভ্যাকসিনেশন থেকে বাদ না পড়ুক।”