দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবামাসের কর্মসূচীর অংশ হিসেবে ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন এবং সেক্রেটারি লায়ন মোকাররম হোসেন।

এ সময় লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শাহ আলম, ডিরেক্টর ইকবাল আহমেদ ডনসহ অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে শহরের সবুজায়ন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।