জামালপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শনিবার সকালে জেলা শহরের জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এসময় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইনে জেলার ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের একটি করে টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রথম ১০ দিন জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা গ্রহণের আগে অভিভাবকদের সন্তানের জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
জামালপুর জেলার সাতটি উপজেলায় মোট ৬ লাখ ৩৫ হাজার শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।