চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদকর্মীদের জন্য বুধবার (৮ অক্টোবর) পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস। অনুষ্ঠানটি বেলা ১১টায় জেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান টাইফয়েড টিকা সংক্রান্ত বিষয় ও রোগ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা এবং তথ্য বিভাগের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন সমাপনী বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৯ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং ৯ হাজার মানুষের মৃত্যু হয়। তিনি আরও বলেন, টিকা নেওয়ার পূর্বশর্ত হলো অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা।